ভোজ্যতেলের দাম লিটারে ১৪ টাকা কমে বিক্রি হচ্ছে ১৮৫ টাকায়
- আপডেট সময় : ০১:৩৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে ভোজ্যতেল লিটার প্রতি ১৪ টাকা কমে ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে বাড়িয়ে দেয়া হয়েছে মশলার দাম। ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। কাঁচা মরিচের কেজি এখন ২০০ টাকা।
অবশেষে কমেছে ভোজ্যতেলের দাম। বিশ্ববাজারের দরপড়তির প্রভাব দেশের বাজারেও।কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের দাম কমেছে। খুচরা পর্যায়ে বোতলের এক লিটার তেলের বোতলের দাম ১৪ টাকা কমে বিক্রি হচ্ছে ১৮৫ টাকায়। খোলা সয়াবিন তেলের দামে তেমন হেরফের হয়নি। কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। তবে খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে ১৩০ টাকা।
দাম কমায় তেলের বিক্রি ভালো হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। তবে ক্রেতারা চান আরো কম দামে কিনতে।
গরম মশলার বাজারে দাম বেড়েছে জিরা ও লবঙ্গের দাম। কেজি প্রতি আগের থেকে বেড়েছে ৩০ থেকে ১০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, মশলার দাম বৃদ্ধির পেছনে কাজ করছে ডলারের বাড়তি দর।
১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। দেশি রসুনের দাম কম। তবেচায়না রসুন দামবিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। শুকনা মরিচ বাজার ভেদে ক্রেতারা কিনছেন ৪০০ টাকা কেজিতে
২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে ১৬০ টাকা কেজিতে। ৭০০ টাকা কেজি দরে গরুর মাংস। মাছের দাম রকমভেদে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা।
ঝাল কমেনি কাঁচা মরিচের। কেজি প্রতি এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়। কমেছে বেশির ভাগ সবজীর দাম।
সরকারের নজরদারী বাড়ানোর তাগিদ সাধারণ মানুষের।




















