ভোগ্যপণ্যের বৃহত্তম বাজার খাতুনগঞ্জে জেলা প্রশাসনের অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১৭৫০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ভোগ্যপণ্যের বৃহত্তম বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় মূল্য তালিকা না থাকা ও দাম বিহীন রশিদে পেঁয়াজ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। এদিকে তেল ও চিনির বাজারেও অভিযান চালানো হয়। এসময় ডিও বা ডিমান্ড অর্ডার মাধ্যমে তেল, গমসহ ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির প্রমাণ পায়। অভিযানের সময় অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে বিরূপ পরিস্থিতি তৈরির চেষ্টা করেন। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে জরিমানা না করে জড়িতদের তালিকা করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।













