ভোক্তা সচেতন হলে ভোক্তার অধিকার নিশ্চিত করা সম্ভব : এ.এইচ.এম সফিকুজ্জামান

- আপডেট সময় : ০৬:২২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- / ১৯৯৪ বার পড়া হয়েছে
ভোক্তা সচেতন হলে ভোক্তার অধিকার নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম সফিকুজ্জামান। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী বলেন, জনগণের ক্রয়সীমার মধ্যে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সকালে, রাজধানীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমের জন্য আয়োজিত সেমিনারে তারা এসব কথা বলেন।
দেশে ভোক্তার স্বার্থ সংরক্ষণে ২০০৯ সালে সরকার ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করে। এরই ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিশ্ব ভোক্তা অধিকার দিবস সামনে করণীয় নির্ধারণে গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে কারওয়ান বাজার টিসিবি ভবনে সেমিনারের আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সেমিনারে ভোক্তার অধিকার রক্ষায় মতামত তুলে ধরেন গণমাধ্যমের প্রতিনিধিরা। সেমিনারের বিশেষ অথিতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহম্মেদ চৌধুরি কিরন বলেন, আমদানি সহজীকরন করা না হলে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করা সম্ভব না। ভোক্তার অধিকার নিশ্চিত করতে গণমানুষেল সচেতনতা জরুরি বলে মত দেন প্রধান অতিথি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। ভোক্তার অধিকার নিশ্চিতে এসসিএমএস অ্যাপস উদ্বোধন করা হলে, পন্য সাপ্লাই নিয়ন্ত্রন সম্ভব হবে বলেও জানান এএইচ এম সফিকুজ্জামান।