ভেজাল ওষুধ তৈরি ও বিপণনে ১০ বছর জেল : মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বৈঠকে ভেজাল ওষুধ উৎপাদন করলে ও লাইসেন্স না থাকলে ১০ বছরের জেল বা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রেখে ‘ওষুধ আইন’ ও ‘জাতীয় শিল্পনীতি-২০২২’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।