ভেঙ্গে পড়েছে দেশের নির্বাচনী ব্যবস্থা : জি এম কাদের

- আপডেট সময় : ০৭:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
দেশে নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে পড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দুপুরে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইকবালের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আগামী নির্বাচনে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে তাদেরকে নির্বাহী ক্ষমতা প্রদান করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
দুপুরে দলের বনানী কার্যালয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইকবাল যোগ দেন জাতীয় পার্টিতে।
এ সময় চেয়ারম্যান জিএম কাদের বলেন, বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল বিলুপ্ত হলেও জাতীয় পার্টির নতুনভাবে উত্থান হচ্ছে।
তিনি বলেন, আগামীর স্বাধীন নির্বাচন কমিশনকে পূর্ণ নির্বাহী ক্ষমতা দেয়ার পক্ষে মত দেন জাতীয় পার্টি প্রধান।
রাষ্ট্রক্ষমতায় থেকে বাকীদলগুলো নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।