ভূয়া ওয়ারেন্ট এর মাধ্যমে কতিপয় পুলিশ সদস্যের অবৈধ বানিজ্যে ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ভূয়া ওয়ারেন্ট এর মাধ্যমে কতিপয় পুলিশ সদস্যের অবৈধ বানিজ্যের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট।
একই সঙ্গে ঢাকার নবাবগঞ্জ থানার দুই পুলিশ সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে ভূয়া ওয়ারেন্টের মাধ্যমে অবৈধ বাণিজ্য এবং ভয়ভীতির অভিযোগ তদন্ত করে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশও দেয় উচ্চ আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন দুই বিচারপতির হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। মামলার নথি থেকে জানা যায় গোসাই মল্লিক নামে এক ব্যক্তিকে ভূয়া ওয়ারেন্টের মাধ্যমে গ্রেফতার করে কারাগারে পাঠায় নবাবগঞ্জ থানা পুলিশ। পরে জামিনে বেরিয়ে এসে এ বিষয়ে অভিযোগ করতে চাইলে সংশ্লিষ্ট থানা সেই অভিযোগ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে বিষয়টি উচ্চ আদালতের নজরে আনা হলে আইজিপিকে এই নির্দেশ দেয় হাইকোর্ট।