ভূমি সেবার মানোন্নয়নে নওগাঁ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

- আপডেট সময় : ০৬:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ১৫৬১ বার পড়া হয়েছে
নওগাঁয় ভূমি সেবার মান বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষম করতে হাতে-কলেমে ইলেক্ট্রনিক ডিভাইসের ব্যবহার ও অনলাইনে সেবা প্রদানের কৌশল শেখানো হচ্ছে। এতে নাগরিকরা সহজেই হয়রানীমুক্ত সেবা পাবেন বলে আশা করছেন কর্মকর্তারা।
ভূমি সেবার অগ্রগতিতে ইলেট্রনিক্স ডিভাইসের ব্যবহার শুরু হয়েছে অনেক আগেই। নামজারী, সংশোধনী, বিরোধ নিষ্পত্তি, খাজনা পরিশেধসহ সব আবেদন ও নিষ্পত্তিও করতে হয় অনলাইনে।
নাগরিকদের এসব সেবা নিশ্চিত করতে ইউনিয়ন ভূমি কর্তাদেরকে প্রশিক্ষন দেয়া হচ্ছে। অনলাইন সেবায় দক্ষতা বাড়াতে এমএস ওয়ার্ড, ডাটা এন্ট্রি, সফটওয়্যার মানেজমেন্ট আয়ত্ব করতে এই প্রশিক্ষণ। প্রশিক্ষনের সুযোগ পেয়ে খুশি প্রশিক্ষণার্থীরা।
দক্ষতা উন্নয়নে অংশগ্রহণকারী কর্মকর্তাদের তালিকা তৈরী করেছে প্রশাসন। শুরুতেই সাতটি উপজেলার সমন্বয়ে ২৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন ১০ দিনের এই কর্মসূচীতে। সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবার ছুটির দিনে প্রশিক্ষন নিচ্ছেন ভূমি কর্মকর্তারা।
কর্মকর্তাদের মাঝ থেকে কম্পিউটার-ল্যাপটপ ও অনলাইন ভীতি দূর করতে এই আয়োজন। প্রশিক্ষণ শেষ হলে ভূমিসেবার গতি বাড়বে জানালেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের এ উদ্যোগ পর্যায়ক্রমে সব উপজেলায় বাস্তবায়ন করা হবে জানিয়েছে কর্মকর্তারা।