ভুয়া পে অর্ডারের মাধ্যমে ৯০ লাখ টাকা আত্মসাৎ
 
																
								
							
                                - আপডেট সময় : ০৫:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ২০৭৮ বার পড়া হয়েছে
তিনটি ভুয়া পে অর্ডারের মাধ্যমে ৯০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। ১৩ সেপ্টেম্বর চার্জশিট জমা দেয়া হয়। দুদক বলছে ৫ বছর ধরে অনুসন্ধান চালিয়ে অভিনব এই আত্মসাতের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছে তারা। আর অভিযোগপত্র দেয়ার ১৫ দিন পেরিয়ে গেলেও, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায়, চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন দুদকের আইনজীবীরা।
পেট্রোবাংলার অধিনস্ত রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড আরপিজিসিএল। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির ব্যাংক এ্যাকাউন্ট থেকে ৩টি ভুয়া পে অর্ডারের মাধ্যমে ৯০ লাখ টাকা আত্মসাতের ঘটনায়, আশরাফ হোসেন নামের এক কর্মচারীর বিরুদ্ধে মামলা করে দুদক।
৫ বছরের অনুসন্ধানে শুধু আশরাফ নয়, অভিনব এই জালিয়াতির সঙ্গে পেট্রোবাংলার সচিব, তৎকালীন আরপিজিসিএলের মহাব্যবস্থাপক রুচিরা ইসলাম, আরেক জিএম বাবর আলী, নাজমুল হক মুরাদসহ উর্দ্ধতন আরো ৬ কর্মকর্তার সংশ্লিষ্টতা পায় দুদক।এমনকি জনতা ব্যাংকের পল্লী বিদ্যুতায়ন শাখার তিন কর্মকর্তা জড়িত থাকার প্রমাণও মিলেছে।
চাকুরিবিধি অনুযায়ী কোন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলায় চার্জশিট দেয়া হলে, মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। কিন্তু চাঞ্চল্যকর এই মামলায় অভিযোগপত্র দেয়ার ১৫ দিন পেরিয়ে গেলেও, তেমন কোন উদ্যোগ নেয়নি জ্বালানী খাতের নিয়ন্ত্রক পেট্রোবাংলা। এতে ক্ষুব্ধ দুদকের আইনজীবী।
বিষয়টি নিয়ে এর আগেও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এসএটিভি।

 
																			 
																		























