ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়ায় এক ব্যক্তিকে নির্যাতন করে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকালে তাদের হাতিয়া থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রাতে ১১ জনের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা করেন নির্যাতনের শিকার পল্লি চিকিৎসক মহিউদ্দিন। সম্প্রতি এক ব্যক্তিকে নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা। এসময় ওই নারীসহ আশপাশের লোকজনের বক্তব্য শোনেন তারা। পরে সাংবাদিকদের সাথে আলাপে পুলিশ সুপার জানান, ভিডিও দেখে কোনো নারী নির্যাতনের শিকার হচ্ছে বলে প্রথমে মনে হলেও পরবর্তীতে তারা নিশ্চিত হয়েছেন নির্যাতনের শিকার হয়েছে একজন পুরুষ।