ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

- আপডেট সময় : ০৬:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বেশ কয়েকটি দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ভুক্তভোগী পরিবারগুলো।
জামালপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে শহরের চন্দ্রা মিয়াবাড়ি এলাকায় ভাংচুর ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগীরা।
ময়মনসিংহে বাদশা মিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১২ মাইল, মসলেমপুর ও টিকটিকি পাড়ায় পদ্মা নদীর তীব্র ভাঙন প্রতিরোধে এবং অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
পদ্মার ভাঙ্গন থেকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিউনের গ্রাম রক্ষা ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।