ভাল নেই কক্সবাজারে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতরা
- আপডেট সময় : ১১:১৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ১৭৯০ বার পড়া হয়েছে
কক্সবাজারে ভাল নেই জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতরা। এক বছর পেরিয়ে গেলেও প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। শুরু হয়নি কোন হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া। এ কারণে হতাশ শহীদ পরিবার এবং মাঠ পর্যায়ের জুলাইযোদ্ধারা। ৬২ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৪৮ জনকে সহায়তা দিয়েছে সরকার। জানিয়েছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
ছাত্র-জনতার আন্দোলন কোথায় গিয়ে থামবে, কেউ জানতো না। মৃত্যুর ভয়কে জয় করে ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন ঘটে। এর মধ্যদিয়ে রাজপথ শান্ত হয়েছে ঠিকই কিন্তু যাদের বুকের তাজা রক্তে এসেছে বৈষম্যহীন নতুন দেশ, তাদের পরিবারে কান্না থামেনি।
পরিবর্তনের কিছুই দেখা যাচ্ছেনা। এক বছরের ব্যবধানে অনেকেই জুলাইয়ের মূল স্পিরিট থেকে সরে গেছে, আক্ষেপ জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী সম্মুখসারীর যোদ্ধাদের।
১৬ জুলাই পেকুয়ার ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম শহীদ হন চট্টগ্রাম শহরের ষোলশহরে। যাকে চট্টগ্রামের প্রথম শহীদ বলা হয়। পাঠ্যপুস্তকে নাম না থাকায় হতাশ ওয়াসিমের পরিবার।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জানায়, আন্দোলনে একজন রোহিঙ্গাসহ কক্সবাজার জেলায় শহীদ হন চার এবং আহত ৮২ জন। এদের মধ্যে ৬২ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৪৮ জনকে সহায়তা দিয়েছে সরকার।














