ভারি বৃষ্টি আর জোয়ারের পানির চাপে তলিয়ে গেছে যশোরের দেড়শতাধিক গ্রাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ভারি বৃষ্টি আর জোয়ারের পানির চাপে তলিয়ে গেছে যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার দেড়শতাধিক গ্রাম। ডুবে গেছে ক্ষেতের ফসল, ভেসে গেছে মাছের ঘের। বাড়ি-ঘরে পানি ওঠায় মানবেতর জীবন যাপন করছে কমপক্ষে ৩ লাখের বেশি পরিবার।
গেল সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে দফায়-দফায় ভারি বৃষ্টিতে যশোরের ৩ উপজেলার দেড় শতাধিক গ্রাম তলিয়ে গেছে। একইসঙ্গে সদর এলাকার পানি মুক্তেশ্বরী নদী বেয়ে নেমে আসার ফলে মনিরামপুর, অভয়নগর ও কেশবপুরের বিভিন্ন গ্রামে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
ভবদহ স্লুইচ গেট দিয়ে পানি ঠিকমত বের না হওয়ায় এমন জলাবন্ধতায় ফলসের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানান চাষীরা।
স্লুইচ গেট সরু হওয়ায় পানি নিষ্কাশনে বিলম্ব হচ্ছে বলে জানান যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
জলাবদ্ধতারোধে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।