ভারত-বাংলাদেশ যৌথভাবে উদযাপন মাতৃভাষা দিবস

- আপডেট সময় : ০১:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮০৮ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল চেকপোস্টের নোম্যান্স-ল্যান্ডে সীমিত পরিসরে ভারত-বাংলাদেশ যৌথভাবে উদযাপন করা হচ্ছে মহান ভাষা শহীদদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল শুন্যরেখায় অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সেখানে শ্রদ্ধা জানান দু’দেশের রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা। অন্য বছর একুশে উৎসবে হাজার হাজার মানুষের উপস্থিতিতে রক্তদান, বই মেলাসহ নানা কর্মসূচিতে মিলন মেলা অনুষ্ঠিত হলেও এবার তা স্বল্প পরিসরে আয়োজন করা হচ্ছে। শার্শা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০টায় বাংলাদেশের পক্ষে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের নেতৃত্বে ২৫/৩০ জন নো-ম্যান্সল্যান্ডের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ভারতের পক্ষে শ্রদ্ধা জানান উত্তর ২৪ পরগণার বিধায়ক নারায়ণ গোস্বামীর নেতৃত্বে ২০ রাজনৈতিক ব্যক্তিত্ব। এ উপলক্ষে সীমান্তে বিভিন্ন সংস্থার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।