ভারত থেকে ১১১ টন বিস্ফোরক দ্রব্য আমদানি
- আপডেট সময় : ০৯:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১১১ টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে- যার বাজারমূল্য এক কোটি ৫৩ লাখ টাকা।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল জলিল জানান, রোববার বিকেলে এক কোটি ৫৩ লাখ টাকা মূল্যের ১১১ টন বিস্ফোরক দ্রব্য দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে আমদানি করা হয়। দ্রুত যাতে পণ্য খালাস নিতে পারেন তার সব ব্যবস্থা নেয়া হয়েছে। সোমবার বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে পণ্যের চালানটি খালাস দেয়ার কথা রয়েছে। এদিকে, বেনাপোল বন্দর থেকে বিস্ফোরকটির চালান খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছেন এএস ইন্টারন্যাশনাল নামে সিঅ্যান্ডএফের এক এজেন্ট। কাজ সম্পূর্ণ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরকদ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেয়া হবে। পরে ট্রাকগুলো দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে।










