ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা বিপুল পরিমাণ মোবাইল ফোনসহ ২ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
কুমিল্লায় ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা বিপুল পরিমাণ মোবাইল ফোনসহ ২ জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ মোবাইল ফোন নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে সুয়াগাজী এলাকার কসমস সিএনজি পাম্পের সামনে অভিযান চালায় হাইওয়ে পুলিশ। সড়কে ব্যারিকেড সৃষ্টি করে গতিরোধ করা হয় সন্দেহভাজন প্রাইভেটকারটির। এসময় গাড়িটি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ২শ’ ২৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ৯শ’ পিচ ইয়াবাসহ সাগর শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
















