ভারত থেকে আরো দুইশ টন অক্সিজেনের দ্বিতীয় চালান সিরাজগঞ্জে পৌঁছেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ভারত থেকে আরো দুইশ টন অক্সিজেনের দ্বিতীয় চালান সিরাজগঞ্জে পৌঁছেছে।
সকালে ট্রেনটি সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর খালাস কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার রাতে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায় অক্সিজেন এক্সপ্রেস-২। এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে ১০টি কন্টেইনার নিয়ে অক্সিজেন এক্সপ্রেসটি ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। এই অক্সিজেন দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে। গত শনিবারও ভারত থেকে ট্রেনে ২শ টন তরল অক্সিজেনের দ্বিতীয় চালান আসে বাংলাদেশে। ২১ জুলাই ভারত থেকে আসে অক্সিজেনের প্রথম চালানটি।