ভারতে পৌঁছেছে ফ্রান্সের বিমানবন্দরে ৩ শতাধিক ভারতীয় যাত্রী নিয়ে আটকে থাকা প্লেন

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ১৮৬০ বার পড়া হয়েছে
ভারতে পৌঁছেছে ফ্রান্সের বিমানবন্দরে ৩ শতাধিক ভারতীয় যাত্রী নিয়ে আটকে থাকা প্লেন। ভোর ৪টার দিকে প্লেনটি মুম্বাই বিমানবন্দরে অবতরণ
করে। ২১ ডিসেম্বর মানবপাচারের আশঙ্কায় এই প্লেন আটকে দেয় ফরাসি প্রশাসন।
ওই দিন দুপুরে জ্বালানি নিতে প্যারিসের ভাট্রি বিমানবন্দরে জরুরি অবতরণ করে রোমানিয়ার ‘লিজেন্ড এয়ারলাইন্সের’ চার্টার্ড এয়ারবাস এ-থ্রী হানড্রেড ফোর্টি। সংযুক্ত আরব আমিরাত থেকে ছেড়ে আসা ফ্লাইটটির গন্তব্য ছিল নিকারাগুয়া। ওই সময় ফরাসি কর্তৃপক্ষের কাছে খবর যায়, বিমানটিতে মানবপাচার করা হচ্ছে। এরপরই তদন্তের স্বার্থে প্লেন আটকে দেয় ফরাসি প্রশাসন।
ফরাসি কর্তৃপক্ষের সন্দেহ–প্লেনে থাকা যাত্রীরা যুক্তরাষ্ট্র বা কানাডায় প্রবেশের জন্যই নিকারাগুয়ায় যেতে চেয়েছিল। তবে ছেড়ে দেয়ার পর ফ্লাইটটি নিকারাগুয়ায় না গিয়ে ভারতে কেন অবতরণ করলো, তা এখনো স্পষ্ট নয়।