ভারতে নারীপাচার চক্রের মূল হোতা রাফি ও শাহেদাসহ চার সদস্য গ্রেফতার

- আপডেট সময় : ০৯:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
ভারতে নারী পাচার চক্রের মূল হোতা রাফি ও শাহেদাসহ চার সদস্যকে গ্রেফতার করেছে রেব। এ চক্রটি গত ৫ বছরে ৫ শতাধিক নারী বিদেশে পাচার করেছে। এছাড়া শুধু টিকটক হৃদয়ের মাধ্যমে গত দুই বছরে ৫০ নারীকে রাফি পাচার করেছে বলে রেব জানিয়েছে।
বাংলাদেশের কিশোরগঞ্জের এক তরুনীকে ভারতে পাচারের পর তাকে নির্যাতন করে ভিডিও ছেড়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও দেখে আইন শৃখলা বাহিনী টিকটক হৃদয় এবং তানিয়া নামের এক নারীকে চিহৃত করে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে রেব জানায়, কিশোরগঞ্জের ওই নারীসহ নারী পাচার চক্রের মূল হোতা রাফিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ৫ বছর ধরে রাফী নারী পাচারের সাথে জড়িত। টিকটক হৃদয়কে দিয়ে নারী সরবরাহ করতো রাফি। এ চক্রে সক্রিয় ৫০জন সদস্য রয়েছে।
পাচারের পর ভারতে নির্যাতনের শিকার নারীর ভাইরাল ভিডিও যে মেয়েটি ধারণ করেছে সেই তানিয়ার মা শাহেদাকে গ্রেফতার করেছে রেব। শাহেদা নিজেও দীর্ঘ ১০ বছর ধরে তার তিন মেয়েকে সাথে নিয়ে নারী পাচার করে আসছে।
রেব জানায়, নারী পাচার চক্রের অপর সদস্যদের নজরদারীতে রাখা হয়ছে। খুব শিগরই তাদেরকেও গ্রেফতার করা হবে।