ভারতে তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
ভারতে তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। গ্রীষ্মের শুরুতেই রেকর্ড তাপমাত্রা দেখছে বাসিন্দারা। দেশটির উত্তর এবং পূর্বাঞ্চলের বেশিরভাগ শহরেই তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। অসহনীয় গরমে বাড়ছে হিটস্ট্রোকের রোগীর সংখ্যাও।
বাসিন্দারা বলছেন, এবার আগেভাগেই গরমের তীব্রতা বেড়েছে। সূর্য উঠলে পথে বের হওয়াই দায়। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে তীব্র তাপদাহের হাত থেকে রক্ষা পেতে চোখ-মুখ ঢেকে রাখতে হচ্ছে। তীব্র দাবদাহের কবলে পড়েছে পশু-পাখিও। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, মহারাষ্ট্র, ওড়িষা, পাঞ্জাব, পুনেসহ বিভিন্ন শহরে গতকাল তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাড়ছে হিটস্ট্রোকের সংখ্যা।