ভারতে কৃষক বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাড়ে সাতশ’ জন

- আপডেট সময় : ০২:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ভারতের বিতর্কিত তিন কৃষি আইন নিয়ে এক বছরে দেশটির বিভিন্ন অঞ্চলে কৃষক বিক্ষোভে এ পর্যন্ত সাড়ে সাতশ’ জন প্রাণ হারিয়েছেন।
এ তথ্য দিয়ে ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত বলেছেন, এতো কৃষক মারা গেলো কিন্তু কেন্দ্র সরকার শোকও জানায়নি। তাই দেশের কৃষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘কৃষকের প্রধানমন্ত্রী’ নন। তিনি হয়তো কৃষকদের ভিনদেশী মনে করেন। ২০২০ সালের নভেম্বর থেকে এই কৃষক বিক্ষোভ চলছে। এই কৃষক নেতা বলেন, দেশের কৃষকেরা বিক্ষোভ বন্ধ করে কোথাও যাবেন না। যদি এক সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে, তাহলে জনসমর্থন পাওয়া এই বিক্ষোভও ততদিন চলবে- যতদিন ভারত সরকার এমএসপির নিশ্চয়তা দিয়ে আইন পাস ও বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল না করবে। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার তিনটি কৃষি আইন পাস করলে এর বিরুদ্ধে গত বছরের ২৬ নভেম্বর থেকে ভারতের লাখ লাখ কৃষক রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। এরপর সরকারের সঙ্গে কয়েক দফায় কৃষক নেতাদের আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি। কৃষক আন্দোলন সবচেয়ে বেশি সাড়া ফেলেছে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে। বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শুরু হয় রেল ও সড়ক অবরোধ। এতেও কাজ না হওয়ায় সারাদেশের অধিকাংশ কৃষক সংগঠন ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দেয়। একপর্যায়ে রাজধানী দিল্লি প্রায় অচল হয়ে পড়ে।