ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ ৪ হাজার ২শ জনের মৃত্যুর রেকর্ড

- আপডেট সময় : ০২:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ ৪ হাজার ২শ জন মারা গেছেন। আর একদিনে শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ।
সরকারি পরিসংখ্যান জানাচ্ছে, গত কয়েকদিনে উদ্বেগজনক হারে সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গ, কেরালা, কর্নাটক, তামিল নাড়ু, গোয়া এবং পাঞ্জাবে। তবে দিল্লি, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, বিহার, হরিয়ানা, উত্তরাখন্ডসহ ১৮টি রাজ্যে সংক্রমণের হার কমার প্রবণতা দেখা যাচ্ছে । এছাড়া বড় শহরগুলোতে সংক্রমণ কমার প্রবণতা দেখা গেলেও জেলা শহর ও গ্রামগুলোতে দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে । তেলেঙ্গানায় আজ থেকে ১০ দিনের লকডাউন জারি করা হয়েছে। এদিকে, গোয়ার একটি হাসপাতালে অক্সিজেন সরবরাহ শেষ হয়ে যাওয়ায় ৪ ঘণ্টায় ২৬ রোগীর মৃত্যু হয়েছে। ঘটনা তদন্তে মুম্বাই হাইকোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে, করোনা মোকাবিলায় ভারতকে সহায়তা করতে টুগেদার ফর ইন্ডিয়া নামে তহবিল গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতীয় স্ট্রেইনটি বিশ্বের ৪৪ দেশে ছড়িয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়েসাস।