ভারতের সাথে মিল রেখে দশদিন ইলিশ ধরার নিষেধাজ্ঞা পেছানোর দাবি জেলেদের

- আপডেট সময় : ০৪:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১৫১২ বার পড়া হয়েছে
মা ইলিশ রক্ষা ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে বঙ্গোপসাগরসহ সকল নদ-নদীতে ইলিশ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এসময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে সাগরে মাছ ধরছে ভারতীয় জেলেরা। তাই এ নিষেধাজ্ঞা ভারতের সাথে মিল রেখে দশ দিন পেছানোর দাবি ছিলো জেলেদের।
৪ অক্টেবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সাগরে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এরই মধ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় জেলেরা ঘাটে ফিরে নিজেদের জাল ও নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন।
জেলেরা জানান, প্রতিবছর সরকার সাগরে ৩ ধাপে নিষেধাজ্ঞা জারি করেন। প্রথম নিষেধাজ্ঞা ২২দিন, পরে ৬০দিন ও সবশেষে ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সরকারের প্রতি সম্মান রেখে তিনটি নিষেধাজ্ঞা পালন করে মৎস্যজীবী ও জেলেরা। গতবছর ১৩ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা থাকলেও হঠাৎ করে চলতি বছর ১০দিন আগে ৪অক্টোবর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। যা জেলেদের জীবিকার সাথে সাংঘর্ষিক।
জেলেরা জানান, এখন নদীতে ইলিশ মাছের পেটে ডিম নাই, কিন্তু কি কারণে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে জানা নাই। এ সুযোগে ভারতীয় জেলেরা মাছ শিকারে নামবে।
জেলেরা আরো জানান, নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে জেলেদের যে পরিমাণ সহযোগিতা করার কথা সেটিও করা হয় না।
বাংলাদেশে নিষেধাজ্ঞার সময় ভারতের জেলেরা অবৈধভাবে অনুপ্রবেশ করে গণহারে মা ইলিশ ধরে নিয়ে যায়। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ড ও নৌবাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা গ্রহণের দাবি জানান জেলে ও মাছ ব্যবসায়ীরা।