ভারতের রাজধানী মুম্বাইয়ের চারতলা একটি ভবন ধসে ১৯ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের নাসিক নগরে একটি চারতলা ভবন ধসে ১৯ জনের মৃত্যু হয়েছে।
গতকাল দুপুরের দিকে আকস্মিকভাবেই ভবনটি ধসে পড়ে বলে জানা গেছে।
নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় জানতে পেরেছে নাসিক নগর পুলিশ।
ভবন ধসের অল্প সময়ের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতোমধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্যের পর্যটন ও পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে বলেন, ‘এই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল। বাসিন্দাদের সরে যেতে কয়েকবার লিখিতভাবে নির্দেশ দেয়া হলেও সরে যায়নি।’