ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে কোহলিদের ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে প্রোটিয়ারা।
ভারতের দেয়া ২১২ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রায় দেড় দিন হাতে রেখে জয় পায় স্বাগতিকরা। ২ উইকেটে ১০১ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। এদিনও দলকে ভাল শুরু এনে দেন কেগান পিটার্সেন ও ভ্যান ডার ডুসেন। ৮২ রানে আউট হন পিটার্সেন তবে, ডুসেন ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ৪১ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩২ রানে অপরাজিত থেকে দলের জয়ে অবদান রেখেছেন অভিজ্ঞ টেম্বা বাভুমা। দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে অলআউট হয় ভারত। প্রথম ইনিংসে কোহলিদের করা ২২৩ রানের জবাবে ২১০ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। ১৯ জানুয়ারী থেকে শুরু হবে দু’দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।