ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস
- আপডেট সময় : ০৭:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৬৩১ বার পড়া হয়েছে
ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস হয়েছে কেরালার বিধান সভায়।
মঙ্গলবার বিধান সভার বিশেষ অধিবেশনে কেরালার ক্ষমতাসীন দল- সিপিআই ও বিরোধী দল- কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট সদস্যদের সমর্থনে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাবটি পাস হয়। এসময় কেরালার মুখ্যমন্ত্রী পিনা রায় বিজয়ন বলেন, আইনটি ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের পরিপন্থী। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই আইনের কারণে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেরালায় কোন বন্দীশিবির তৈরি করতে দেয়া হবে না। এদিকে, বিতর্কিত আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান- শারদ পাওয়ার। গেলো ১২ ডিসেম্বর শুধু অমুসলিমদের নাগরিকত্ব দেয়া সংক্রান্ত বিতর্কিত আইন পাসের পর থেকেই বিক্ষোভে উত্তাল রয়েছে ভারত।






















