যমুনা নদীতে ভাঙনের তীব্রতা বাড়ায় শঙ্কা বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের

- আপডেট সময় : ০২:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ভারতের আসাম ও মেঘালয়ে বন্যার প্রভাবে পানি বাড়ছে যমুনা নদীতে। সেই সঙ্গে নতুন করে ভাঙনের তীব্রতা বাড়ায় শঙ্কা বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের। পানি উন্নয়ন র্বোড বলছে, ভাঙন প্রতিরোধে প্রযোজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ভারতের আসাম ও মেঘালয়ে বন্যার প্রভাবে পানি বেড়েছে যমুনা নদীতে।এতে কুলকান্দি হার্ড পয়েন্ট এলাকায় ৩০ মিটার অংশ ধসে যায়। হুমকির মুখে পড়েছে স্থানীয় কুলকান্দি বাজার, ফসলি জমি, বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী এলাকাবাসীর।
যমুনা নদীর ভাঙ্গন ঠেকাতে জিওব্যাগ ডাম্পিং শুরু করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন র্বোড।
নদী ভাঙন প্রতিরোধে ২০১০ সালে দেওয়ানগঞ্জের ফুটানিবাজার থেকে ইসলামপুরে কুলকান্দি পর্যন্ত নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়। ৮ দশমিক ১ কিলোমিটার এলাকার এ প্রকল্পের কাজ শেষ হয় ২০১৭ সালে।