ভারতের আকস্মিক ঢলে প্লাবিত তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকা

- আপডেট সময় : ০৫:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ভারত গজলডোবা ব্যারেজের সব কপাট খুলে দেয়ায় আকস্মিক ঢলে প্লাবিত হয়েছে তিস্তা নদী অববাহিকার বিস্তীর্ণ এলাকা। পানির চাপ সামাল দিতে খোলা রাখা হয়েছে ব্যারেজের সবকটি জলকপাট।
উজানের ঢলে তলিয়ে গেছে কুড়িগ্রামে তিস্তা নদীর অববাহিকার চরাঞ্চলের ঘর-বাড়িসহ ফসলী জমি। পানির তীব্র স্রোতে বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙ্গন। ভাঙ্গন কবলিত এলাকাগুলোতে জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিওব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
রংপুরের অনেক এলাকার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে যাচ্ছে আমন ধানসহ সবজি ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ।ফসলহানির শঙ্কায়, দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপাড়ের হাজার হাজার কৃষক।
লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল থেকে জেলার হাতীবান্ধা দোয়ানী ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। তবে পানি কমলেও হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার প্রায় ১০ হাজার পরিবার পানি বন্দী রয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে তিন শতাধিক পুকুরের মাছ।
তিস্তার পানি কমে যাওয়ায় নীলফামারিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ঘরে পানি ওঠায় এখনো বাড়িতে ফিরতে পারেনি সবাই।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধার পর থেকে কমতে থাকে তিস্তার পানি। সকালে তা বিপদসীমার নিচে নেমে আসে।