ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় প্রভাব পড়েছে দেশীয় বাজারে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে গত ৯ দিন ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় প্রভাব পড়েছে দেশীয় বাজারে। প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১২ থেকে ১৫ টাকা। গত ৫ মে থেকে বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশে ভারত থেকে আমদানি বন্ধ হয়ে যায়।
ভোমরা স্থল বন্দরের শুল্ক স্টেশন কার্যালয়ের সহকারী কমিশনার আমির মামুন জানান, মন্ত্রণালয় থেকে ইমপোর্ট পারমিট না দেয়ায় পেঁয়াজ আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা। প্রতিদিন কমপক্ষে ৬০ থেকে ৭০ ট্রাক পেঁয়াজ ভারত থেকে ভোমরা বন্দর দিয়ে আমদানি হতো। গত ৫ মে থেকে তা বন্ধ রয়েছে। জেলা কৃষি ও বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, বাজারে দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ভালো পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি ৩২ টাকা কেজি দরে। দেশীয় পেঁয়াজের সরবরাহ থাকায় বাজারে এর কোনো প্রভাব পড়বে না।