ভারতকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর দেয়া সাম্প্রতিক বক্তব্য তার ব্যক্তিগত অভিমত: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৯:০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
ভারতের সাথে সরকার কোনো বৈরিতা চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর দেয়া সাম্প্রতিক বক্তব্য তার ব্যক্তিগত অভিমত।
বিকেলে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর মিছিল উদ্বোধনকালে “আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে ভারতের কাছে অনুরোধ করা হয়েছে”– পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। অতীতে ভারতের সাথে বৈরিতা করে দেশের ক্ষতি হয়েছে দাবি করে ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশ কোন বৈরিতার সম্পর্ক চায় না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশে কোন সাম্প্রদায়িক হামলা হয়নি। যারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করেছে তারা দুর্বৃত্ত বলে মন্তব্য করেন কাদের।
এদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ধর্মীয় ইস্যুকে সামনে এনে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে একটি রাজনৈতিক দল। চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
এই শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়ে তিনি আরও বলেন, বরাবরের মতো সরকার তাদের কঠোর হাতে দমন করবে। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন ও পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বক্তব্য রাখেন। পরে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় নগরীতে।
এদিকে, দন্ডপ্রাপ্ত নেত্রীর মুক্তির জন্য বিএনপি আদালতে না গিয়ে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সকালে কুষ্টিয়ার বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। হানিফ আরো বলেন, বিএনপিকে নিঃশেষ করতে অন্য কারো প্রয়োজন হয় না। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থেকে যেসব অপকর্ম করেছিলো সেই অপকর্মের জন্যই বিএনপি শেষ হয়ে গেছে। হাওয়া ভবন বানিয়ে যেভাবে তারা লুটপাট করেছিলো, তা দিয়েই বিদেশে বসে আয়েশি জীবন-যাপন করছে বিএনপি নেতারা।