ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ১৭৩১ বার পড়া হয়েছে
নওগাঁ শহরের রজাকপুর মধ্যপাড়া এলাকার লিয়াকত আলীর বাসা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রজাকপুর মধ্যপাড়া ওই বাসায় ভাড়া থাকতেন সাবিনা ইয়াসমিন। তিনি জেলার মান্দা উপজেলার কসবা ইউনিয়নের চকবালু এলাকার সৈয়দ পিয়াদারের মেয়ে। স্থানীয়রা জানান, নওগাঁর সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের একটি এনজিওতে চাকুরী করতেন সাবিনা। সন্ধ্যায় স্থানীয়রা সাবিনার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নওগাঁ সদর মডেল থানার ওসি তদন্ত আব্দুল গফুর বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।