ভাঙ্গায় বাবনাতলা রাস্তায় বাস উল্টে নিহত ২, আহত ৩০
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ১৮৯৭ বার পড়া হয়েছে
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবনাতলায় রাস্তার ওপরে বাস উল্টে ২ জন নিহত ও কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন।
ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই আবু সাঈদ। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মী ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামের গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিল। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। আহত এক যাত্রী জানান, গাড়ির ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল। যে কারণে হঠাৎ বাউলি দিয়ে রাস্তার ওপর উল্টে যায় বাসটি।



























