ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত

- আপডেট সময় : ০৬:০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই’জন নিহত হয়েছে।
র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গেল রাত আড়াইটার দিকে রেবের একটি টহল দল জানতে পারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় একদল ডাকাত অবস্থান করেছে। সেখানে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী ডাকাতদের কয়েকজন র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়লে ঘটনাস্থলে দুই ডাকাত গুলিবিদ্ধ হয় এবং বাকিরা পালিয়ে যান। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা গুলিবিদ্ধ দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাবের সৈনিক ওয়াসিম আহত হয়েছেন বলেও জানান এই র্যাবের কর্মকর্তা। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।