ভর্তি পরীক্ষায় ডি ইউনিট অন্তর্ভূক্তির দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি

- আপডেট সময় : ০৫:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ডি ইউনিট অন্তর্ভূক্ত করার দাবিতে রাজশাহী ও বরিশালে বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর সাহেব বাজারে এ কর্মসুচি পালন করে। এ সময় তারা জানায়, বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বৈষম্য তৈরি করছে। গুচ্ছ পদ্ধতিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা তিনটি ইউনিটে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সব ইউনিটের জন্য ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।
এদিকে, গুচ্ছ পদ্ধতিতে ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন ইউনিট চালুর দাবিতে বরিশালে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় নগরীর টাউন হলের সামনে বিভাগ পরিবর্তন ইউনিট চাই কমিটির ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন।