ভয়াবহ আগুনের ঝুঁকিতে রয়েছে বগুড়ার মার্কেট, শপিং মল
- আপডেট সময় : ০১:৪৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
ভয়াবহ আগুনের ঝুঁকিতে রয়েছে বগুড়ার মার্কেট, শপিং মল। পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা নেই কোথাও। বিপজ্জনক অবস্থায় চলছে দিনের পর দিন। পরিস্থিতি উত্তোরনে তাগাদা দিয়েও লাভ হচ্ছে না। এনিয়ে উদ্বিগ্ন প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্মীরা।
যেন মার্কেটের শহর বগুড়া। প্রতিবছরই গড়ে উঠছে নতুন নতুন মার্কেট। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে মার্কেটগুলোতে। সবচেয়ে বেশি আগুনের ঝুঁকিতে শহরের নিউমার্কেট,চুরিপট্টি,রাজাবাজার,ফতেহ আলী বাজার,হকার্স মার্কেটসহ আরো কয়েকটি মার্কেট। দোকানগুলো চাপাচাপি আর শুরু গলি। মার্কেটগুলোতে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। নেই জলধার, নেই স্মোক ডিটেকশন সিস্টেম।
গেল কয়েক বছরে কয়েক দফা ভয়াবহ আগুনে কয়েকটি মার্কেটের কোটি কোটি টাকার সম্পদ পুড়ে গেলেও সচেতন হয়নি কেউ। আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নতি হয়নি।এতে উদ্বিগ্ন প্রশাসন ও শহরবাসী।
অগ্নি নির্বাপন ব্যবস্থার উন্নয়নে মার্কেট কমিটিকে বারবার চিঠি দেয়া হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
গত বছর বগুড়ায় ৮১৩ টি আগুনের ঘটনায় প্রায় ছয় কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।আর ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় সাড়ে ১৭ কোটি টাকার সম্পদ উদ্ধার করেছে। আগুন সম্পর্কে সচেতনতা বাড়াতে চলছে নানা কর্মসূচি।





















