ভয়ংকর ড্রাগ ‘শয়তানের নিশ্বাস’: একটি নিঃশব্দ আতঙ্ক!

- আপডেট সময় : ০৯:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সম্প্রতি আন্তর্জাতিক মাদকবিরোধী সংস্থাগুলোর দৃষ্টি কেড়েছে এক ভয়ংকর ড্রাগ, যার নাম ‘শয়তানের নিশ্বাস’। মূলত স্কোপোলামিন নামক এই রাসায়নিক পদার্থটি এতটাই বিপজ্জনক যে, এটি মানুষের চেতনাবোধ, ইচ্ছাশক্তি ও স্মৃতিশক্তি প্রায় সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিতে সক্ষম — মাত্র কয়েক মিনিটের ব্যবধানে।
এই ড্রাগটি সাধারণত কলম্বিয়া ও আশপাশের ল্যাটিন আমেরিকান দেশগুলোতে ছড়িয়ে পড়ে, তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এশিয়াতেও এর হদিস মিলছে। এক ধরনের নাইটশেড উদ্ভিদ (যেমন রাজঘণ্টা, ধুতুরা) থেকে তৈরি হয় এবং এটি বাতাসের মাধ্যমে, পানীয় বা খাবারের সঙ্গে মিশিয়ে, এমনকি কাগজে মাখিয়ে ব্যবহার করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা, যশোর, খুলনা, রাজবাড়ি, কুমিল্লা ও বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে স্কোপোলামিন ব্যবহার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, স্কোপোলামিন সরাসরি মস্তিষ্কের নিউরো-রিসেপ্টরগুলোর ওপর প্রভাব ফেলে। এটি এক ধরনের ‘ট্রুথ সিরাম’-এর মতো কাজ করে — ভুক্তভোগী ব্যক্তি তখন নিজের সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য বা যেকোনো কিছু অপরাধীদের বলে দিতে পারেন, এবং পরবর্তীতে কিছুই মনে থাকে না।
জাতিসংঘ মাদক ও অপরাধ সংস্থা (UNODC) এই ড্রাগকে ‘বিশ্বের সবচেয়ে ভয়ংকর মাদকগুলোর একটি’ হিসেবে আখ্যায়িত করেছে। কলম্বিয়ায় প্রতিবছর শতাধিক অপরাধ সংঘটিত হয় এই ড্রাগের মাধ্যমে — যার মধ্যে আছে ডাকাতি, ধর্ষণ, অপহরণ এমনকি খুনও।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বাংলাদেশে এখনো এ ধরনের ড্রাগের ব্যাপক বিস্তার দেখা না গেলেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। বিমানবন্দর, বন্দর ও সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ:
অপরিচিত কারো দেওয়া খাবার, পানীয় বা সিগারেট গ্রহণ করবেন না।
ভিড়ের মধ্যে সাবধান থাকুন, বিশেষ করে একা ভ্রমণকালে।
সন্দেহজনক অবস্থায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিন।
‘শয়তানের নিশ্বাস’ শুধু একটি ড্রাগ নয়, এটি একটি নিঃশব্দ আতঙ্ক, যা মানুষের স্বাধীন ইচ্ছাশক্তিকে গিলে ফেলতে পারে মুহূর্তের মধ্যে। সচেতনতা ও সতর্কতাই এর সবচেয়ে বড় প্রতিরোধ।