ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তায় পড়েছে দেশের বেসরকারি নয়টি মেডিকেল কলেজের সহস্রাধিক শিক্ষার্থী

- আপডেট সময় : ০২:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তায় পড়েছে দেশের বেসরকারি নয়টি মেডিকেল কলেজের সহস্রাধিক শিক্ষার্থী। ২০১৭ সালে স্বাস্হ্য অধিদপ্তর ওই প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করে। উচ্চ আদালতে আবেদন করে ছ’মাসের স্থগিতাদেশ পায় কলেজগুলো। ওই সময়ের মধ্যে ২০১৭/১৮ সেশনের শিক্ষার্থী ভর্তি করে নেন তারা। হিসেব অনুযায়ী এমবিবিএস ফাইনাল পরীক্ষার সময় হলেও, এখন পর্যন্ত নাইটিংগেলসহ বেশ কয়েকটি কলেজ বিএমডিসি’র অনুমোদন পায়নি।
২০১৭ সালে নিয়ম অনুযায়ী সব সুযোগ-সুবিধা না থাকায়, দেশের ৯টি মেডিকেল কলেজের শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করে স্বাস্হ্য অধিদপ্তর। ওই সময় কলেজগুলো উচ্চ আদালতে রিট করলে ছ’মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত করে আদালত। স্থগিত সময়ে কলেজগুলো শিক্ষার্থীদের ভর্তি করে।
নির্দিষ্ট সময়ের মধ্যে বেশ কয়েকটি কলেজ শর্ত পূরন করে বিএমডিসির তালিকাভূক্ত হয়। তবে, চার বছরেও রেজিষ্ট্রেশন পায়নি আশুলিয়ার নাইটিংগেল মেডিকেলসহ বেশ কয়েকটি কলেজ। ভবিষ্যৎ অনিশ্চয়তায় সাম্প্রতি আন্দোলনে নেমেছে এর শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ভবিষৎ নিয়ে শংকা রয়েছে অভিভাবকরাও। নাইটিংগেল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবশ্য দাবি করেন, সবকিছু নিয়ম মেনেই হচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিতে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করে, শিক্ষার্থী ও অভিবাবকরা।