ভবিষ্যতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতে পরামর্শ চান সিইসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
অতীতে বেশকিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে অভিযোগ রয়েছে। তাই ভবিষ্যতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতে পরামর্শ চান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বিকেলে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ধারাবাহিক সংলাপের প্রথম দিনে শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সাথে বৈঠক করেন তিনি। সংলাপে অংশ নিতে দেশবরেণ্য ৩০ শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হয়। তবে, এতে অংশ নেন মাত্র ১৫ জন। সংলাপ শেষে প্রধান নির্বাচন কমিশনার সংবাদিকদের বলেন, আগামী সংসদ নির্বাচনকে আরো গ্রহণযোগ্য করতে শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের পরামর্শ লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। সেগুলো কাজে লাগিয়ে আগামীতে আরো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।










