ব্র্যাক ব্যাংক লিমিটেডের মিনি-ম্যারাথন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের উদ্দেশে ব্র্যাক ব্যাংক লিমিটেডের কর্মীদের মিনি-ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকার হাতিরঝিল এলাকায় এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
‘ব্র্যাক ব্যাংক দৌড়-২০২০ : কল্যাণের পথচলা’ শীর্ষক মিনি ম্যারাথনে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। উপস্থিত ছিলেন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও সাব্বির হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সারাদেশ থেকে আসা ব্র্যাক ব্যাংক ও এর অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা ম্যারাথনে অংশ নেন। ম্যারাথনে সংগ্রহ করা তহবিল মানুষের কল্যাণে নিয়োজিত নয়টি প্রতিষ্ঠানকে অনুদান দেয়া হয়।