ব্রিটিশ লেবার এমপি ডেবি আব্রাহামসকে ভারতে ঢুকতে দেয়া হয়নি

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ব্রিটিশ লেবার এমপি ডেবি আব্রাহামসকে ভারতে ঢুকতে দেয়া হয়নি। দিল্লি বিমানবন্দর থেকে তাকে দুবাই ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে দিল্লিতে অবতরণ করেন ডেবি আব্রাহাম। ব্রিটেনে কাশ্মীর সংক্রান্ত ‘অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ’ এর চেয়ারপারসন তিনি। জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রতিবাদে সরব ছিলেন এই এমপি। এ ঘটনার পর এক বিবৃতিতে তিনি বলেন, অপরাধীর মতো আচরণ করা হয়েছে তার সঙ্গে। তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ডেবির উপযুক্ত ভিসা ছিল না।