ব্রিজবেন টেস্ট দ্বিতীয় দিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ব্রিজবেন টেস্ট দ্বিতীয় দিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৯৬ রানে লিড নিয়েছে অজিরা। দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৩৪৩ রান।
দলীয় ১০ রানে মার্কাস হ্যারিসের উইকেট হারিয়ে চাপে পরে অস্ট্রেলিয়া। তবে, বিপর্যয় কাটান ডেভিড ওয়ার্নার ও মার্নাস ল্যাবুশান। এই দুইয়ের ১৫৬ রানের প্রতিরোধ ভাঙ্গে ল্যাবুশান ৭৪ করে ফিরলে। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৯৪ রানে আউট হন ওয়ার্নার। এরপর স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারিদের আশা যাওয়ার মিছিলে আলো ছড়িয়েছেন ট্রাভিস হেড। এই মিডল অর্ডারের ঝড়ো শতকে স্বস্তি নিয়ে দিন পার করে অস্ট্রেলিয়া। ৯৫ বলে ১১২ রানে অপরাজিত আছে ট্রাভিস হেড। ৩ উইকেট নেন অলি রবিনসন। প্রথম ইনিংসে ১৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড।