ব্রাহ্মণবাড়িয়া কারাগারে আলাল মিয়া নামের এক হাজতি মারা গেছেন

- আপডেট সময় : ০৫:৪২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ১৬১২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে আলাল মিয়া নামের এক হাজতি মারা গেছেন।
জেল সুপার দিদারুল আলম জানান, মাদকাসক্ত আলাল মিয়াকে গত ৭ জানুয়ারি নারী-শিশু নির্যাতন মামলায় গ্রেফতারের পর জেলা কারাগারে পাঠানো হয়। সোমবার অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে পাঠানো হয় জেনারেল হাসপাতালে। গত রাতে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আলালের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সকালে উপজেলার দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আগুনে জ্বালিয়ে দেয়া হয়েছে স্থানীয় বাজারের অন্তত ১০টি দোকানে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্র ও শনিবার সিএনজির ধাক্কা লাগা নিয়ে দুর্গাপুর গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরই জেরে চেয়ারম্যান ও মেম্বার গোষ্ঠীর সমর্থকরা সকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে দু’পক্ষের অন্তত ২০জন আহত হন। এর মধ্যে মেম্বার সমর্থক বাহার মিয়া নামে একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় আনা হয়েছে। এসময় স্থানীয় বাজারের ১০টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। পরে, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।