ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক হাজার গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার রাতে বিনা নোটিশে বাখরাবাদ গ্যাস এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির বিতরণ বিভাগ সরবরাহকৃত গ্যাস লাইনের প্রধান সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ রবিউল জানান, যান্ত্রিক ত্রুটির কারণে শহরে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ আছে। কখন সরবরাহ শুরু হবে, তা এখনও বলা যাচ্ছে না। তবে গ্রাহকের কথা চিন্তা করে দ্রুত গ্যাস সরবরাহের চেষ্টা চলছে। এদিকে বিনা নোটিশে গ্যাস সংযোগ বন্ধ করার কারণে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এতে খাবারের দোকান গুলোতে মানুষের চাপ বেড়ে গেছে।
















