ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হেফাজত মিথ্যাচার করছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হেফাজত মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, হেফাজত নেতারা এখন মিথ্যার আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গত ৫ এপ্রিল হেফাজত নেতারা সংবাদ সম্মেলনে দাবী করেন ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় হেফাজতের কেউ জড়িত নন। তাদের এ ধরনের বক্তব্যকে মিথ্যাচার ও অপরাজনীতি বলে ছাত্রলীগ দাবি করে। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসায় হামলা ও মানুষ হত্যার অভিযোগকে মিথ্যা বলে উল্লেখ করেন।