ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন করেছে পিবিআই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরসহ রাজনৈতিক নেতাদের ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করেছে পিবিআই।.
সকালে পিবিআই-এর একটি দল ক্ষতিগ্রস্থ পৌরসভা,ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ব্রাহ্মণবাড়িয়া পিবিআই এর পরিদর্শক কামরুল হাসান জানান, সবগুলো ঘটনাস্থলেই পিবিআই-এর কয়েকটি টিম কাজ করছে। ক্ষয়ক্ষতি নিরুপণে প্রতিষ্ঠানগুলোর কর্মরত লোকজনসহ আশপাশের লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সদর থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা আব্দুর রহিম জানান, প্রথম দফায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৫টি মামলা হয়েছে। তবে দ্বিতীয় দফায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।