ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস আজ
 
																
								
							
                                - আপডেট সময় : ০১:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
পূর্বাঞ্চলের প্রবেশদ্বার ও মুক্তিযুদ্ধের অন্যতম রণাঙ্গন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস আজ।
১৯৭১ সালের এইদিনে আখাউড়া উপজেলা পাক হানাদারমুক্ত হয়। মুক্তিযুদ্ধে আখাউড়ায় যুদ্ধে শহীদ হয়েছিলেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালসহ অসংখ্য মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর আখাউড়া উপজেলার উত্তর সীমান্তবর্তী আজমপুর ও রাজাপুর এলাকায় পাকবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর যুদ্ধ হয়। ৩ ডিসেম্বর রাতে মুক্তিবাহিনী আজমপুরে শক্ত অবস্থান নিলে সেখানেও অবিরাম যুদ্ধ হয়। ৪ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সম্মিলিতভাবে আখাউড়া আক্রমণ করে। ৫ ডিসেম্বর তুমুল যুদ্ধের পর ৬ ডিসেম্বর আখাউড়া সম্পূর্ণ শত্রুমুক্ত হয়।
টানা ৯ মাসের যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয় দিনাজপুর জেলার বীরগঞ্জ, বোচাগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলা।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর মৌলভীবাজারের ৫ উপজেলা মুক্ত হয়েছিল। লড়াকু মুক্তিযোদ্বারা মরনপন লড়াই করে হানাদারবাহিনীকে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও বড়লেখা উপজেলা থেকে হটিয়ে শত্রুমুক্ত করে।
আজকের দিনে হানাদার মুক্ত হয় সাতক্ষীরার কলারোয়া ও দেবহাটা। একাত্তরের আগুন ঝরা এই দিনে মুক্তিকামী বাংলার বীর সেনাদের কাছে পরাজিত হয়ে এই দিনে কলারোয়ার আকাশে ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা।

 
																			 
																		





















