ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা জহিরুল হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা জহিরুল হক হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আরো ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
জহিরুল নাটাই দক্ষিণ ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ নভেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়া উত্তর পৌরতলা বাসস্ট্যান্ড থেকে নিজ বাড়িতে ফেরার পথে জহিরুলকে আসামিরা অস্ত্র নিয়ে আক্রমণ করে। ওই রাতেই হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছোট ভাই কবির হোসেন সদর থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা ২১ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ১৬ আসামি কারাগারে এবং বাকি পাঁচ জন পলাতক রয়েছে।