ব্রাহ্মণবাড়িয়ায় নতুন একটি গ্যাস কূপের সন্ধান পেয়েছে বাপেক্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৬১৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার হাজীপুর এলাকায় নতুন একটি গ্যাস কূপের সন্ধান পেয়েছে বাপেক্স।
গত ৬ আগস্ট শ্রীকাইল ইস্ট-১ নামে এ প্রকল্পে গ্যাস অনুসন্ধান কূপ খনন শুরু করে বাপেক্স। গেলো রাত ৮টার দিকে গ্যাস স্তরের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।বাপেক্স জানিয়েছে, ৩ হাজার ৬৫ মিটার গভীরে অবস্থিত এই গ্যাস ফিল্ড থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। কাছাকাছি প্রসেস প্লান্ট রয়েছে। শুধু ১০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।



























