ব্যালট পেপার ছিনতাই করতে পারবে না বলেই, ইভিএম নিয়ে বিএনপির শঙ্কা
- আপডেট সময় : ০২:২৭:১০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইভিএম আধুনিক প্রযুক্তি, এতে নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত থাকবে। ব্যালট পেপার ছিনতাই করতে পারবে না বলেই, ইভিএম নিয়ে বিএনপির শঙ্কা। ঢাকা সিটি করর্পোরেশন নির্বাচনে ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিদেশী দূতাবাসে কর্মরত বাংলাদেশীদের বিদেশী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা।
ঢাকা দক্ষিণ সিটির ধানমণ্ডি এলাকার ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের ভোট দিতে সকাল আটটার আগেই তিনি পৌঁছান সিটি কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে নিজের ভোট দেন প্রধানমন্ত্রী।
পরে ইভিএমের মাধ্যমে নিজের ভোট দেয়ার অভিজ্ঞতা সাংবাদিকদের কাছে বর্ননা করে শেখ হাসিনা। বলেন, ভোট চুরির সুযোগ না থাকায় বিএনপির ইভিএম নিয়ে শঙ্কা। নির্বাচন কমিশন সারাদেশে ইভিএম চালু করলে, মানুষের ভোট আর কেউ ছিনতাই করতে পারবে না।
ঢাকায় বিদেশী দূতাবাসে কর্মরত বাংলাদেশী নাগরিক, এমনকি যুদ্ধাপরাধীদের উত্তরসূরিদের বিদেশি পর্যবেক্ষকের তালিকায় রাখায় এদের গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানান প্রধানমন্ত্রী। এসময় ঢাকার দুই সিটিতেই নৌকার প্রার্থী বিজয়ী হবে বলে আশাবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।















