ব্যর্থ বিএনপি রাজনীতিকে কলুষিত করছে : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ব্যর্থ বিএনপি রাজনীতিকে কলুষিত করছে বলে মনে করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, তারা সাম্প্রদায়িকতার বীজ বপণ করে দেশে অরাজকতা সৃষ্টি করছে। সরকারের উন্নয়নের সুফল ধরে রাখতে অনুপ্রবেশকারীদের দল থেকে বের করে দিয়ে ত্যাগী নেতাদের স্থান দিতে হবে বলেও মনে করেন কাদের। এদিকে, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি’র মাঠ গরম করার রাজনৈতিক দুরভিসন্ধি রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার সকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ মহানগর আওয়ামী লীগের ওয়ারী থানার ৩৮ নাম্বার ইউনিটের সম্মলন হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন দলের যুগ্ম সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, ১৩ বছরে দেশের উন্নয়ন হলেও দলের কোন উন্নতি হয়নি। কিছু নেতা-কর্মীর চাঁদাবাজিতে উন্নয়ন ম্লান হচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ব্যর্থতার গ্লানি থেকে বের হতে না পেরে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।
এদিকে, সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ৭৫এর পর গণতন্ত্র ষড়যন্ত্রের বেড়াজালে বারবার বলি হয়েছে।
অন্যদিকে, সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কোনো ইস্যু তৈরি করতে না পেরে খালেদা জিয়ার অসুস্থ্যতা নিয়ে মাঠ গরম করছে বিএনপি।
খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে সাজাপ্রাপ্ত আসামিকে মানবিকতা দেখানোর কোন নজির নেই বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।