ব্যর্থতার দায়ে বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়, জনগণ মনে করে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে বিএনপির মির্জা ফখরুলসহ সব নেতাদের পদত্যাগ করা উচিত।
সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি। নিজ বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরো বলেন, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও বিদেশে অর্থ পাচারকারীদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের দলে মূল্যায়ন করার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সুবিধাভোগীদের দুঃসময়ে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। গত ১৩ বছরের বাংলাদেশের সাথে বর্তমান বাংলাদেশের তুলনা করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের এতো উন্নয়ন ও অর্জন সম্ভব হয়েছে।